পুরো বছরই মাঠের বাইরে থাকতে পারেন শুভমান গিল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভমান গিলকে পাওয়া যাচ্ছে না—এ খবর আগে থেকেই জানা ছিল। এবার নতুন শঙ্কা দেখা দিয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও।
বিজ্ঞাপন
এখনও ঘাড়ের ব্যথা কমেনি ভারতের এই ওপেনারের। ফলে ২০২৫ সালের বাকি সময়ও মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
ঘাড়ের ব্যথার কারণে গিলকে বিশ্রামে থাকতে হচ্ছে বেশ কিছু দিন ধরে। এরই মধ্যে একাধিক পরীক্ষা করানো হলেও শুরুতে ধারণা করা পেশিজনিত কোনো সমস্যা পাওয়া যায়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে—গিলের সমস্যা স্নায়ুজনিত, এবং ব্যথা কমাতে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। আরও কিছু দিন চিকিৎসা ও পরে রিহ্যাব চলবে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন পগবা
বিজ্ঞাপন
বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “গিলকে ইনজেকশন দিতে হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসা শেষ হলে তাকে কিছু দিন বিশ্রামে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা কম।”
কলকাতা টেস্ট চলাকালেই গিলের ঘাড়ের সমস্যা প্রকট আকার ধারণ করে। ম্যাচের দ্বিতীয় দিনের সকালেই ঘাড় শক্ত হয়ে যায় তার। মাত্র তিন বল খেলে ব্যাটিং ছাড়তে বাধ্য হন তিনি। পরে তাকে ইডেন গার্ডেন থেকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ে চলছে তার চিকিৎসা।
বিজ্ঞাপন
সবকিছু স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে গিলকে মাঠে ফের দেখা যেতে পারে—এমনটাই আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।








