Logo

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫
13Shares
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের ড্রয়ের পরই প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করেছে ব্রাজিল। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড—এই তিন দলের বিপক্ষে গ্রুপপর্বে মাঠে নামার আগে নিজেদের আরও শক্তিশালী করতে দুই ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

বিজ্ঞাপন

ড্রয়ের আগে ব্রাজিল অপেক্ষায় ছিল সম্ভাব্য প্রতিপক্ষ জানার। কারণ বিশ্বকাপের গ্রুপপর্বে যাদের বিপক্ষে খেলবে, তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে চায়নি তারা। ড্র শেষে ব্রাজিল ফুটবল ফেডারেশন এক্সে জানিয়েছে, “দুটি বড় চ্যালেঞ্জ আসছে। ব্রাজিলের পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচ হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। সবসময়ই হলুদ-সবুজ শক্তি।”

২০২৬ বিশ্বকাপে ২০০২ সালের পর শিরোপা খরা ঘোচানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে ব্রাজিল। সেই লক্ষ্যেই মার্চের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে তারা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। যদিও ম্যাচ দুটির সুনির্দিষ্ট সময় ও ভেন্যু এখনো ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ২৩ থেকে ৩১ মার্চের মধ্যেই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে পারে এসব ম্যাচ।

বিজ্ঞাপন

ইতিহাস বলছে, ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক স্মৃতি ভালো। সর্বশেষ ২০১৫ সালে মুখোমুখি হওয়া দুই ম্যাচেই ফরাসিদের জালে তিনটি করে গোল করেছিল সেলেসাওরা। তবে বিশ্বকাপে শেষ হাসিটা ফ্রান্সের—২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে ব্রাজিলকে বিদায় দিয়েছিল জিদানের দল।

অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতীতটা ততটা সুখকর নয় ব্রাজিলের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে হারের তিক্ত স্মৃতি এখনো তাড়া করে সেলেসাওদের।

বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতেই বড় দুই চ্যালেঞ্জের সামনে দাঁড়াচ্ছে ব্রাজিল—এবার কেমন করে তারা, সেটিই এখন দেখার বিষয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD