Logo

২০ বারের চেষ্টায় অবশেষে টসে সফল, ভারতীয় দলে উল্লাস!

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৯
6Shares
২০ বারের চেষ্টায় অবশেষে টসে সফল, ভারতীয় দলে উল্লাস!
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে উচ্ছ্বাসে মাতলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। দলের অন্যান্য ক্রিকেটাররাও উল্লাসে মেতে উঠেন, গ্যালারিতেও তালির আওয়াজে মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ভাবছেন টস জিতেই কী এমন হাতিঘোড়া মারা হলো যে এত উচ্ছ্বাস প্রকাশ করতে হবে? ভারতের জন্য টস যেন দীর্ঘদিন অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। টানা ২০টি ওয়ানডে ম্যাচে টসে হেরেছিল ভারত। রোহিত শর্মা, শুভমান গিল থেকে কেএল রাহুল, ভারতের কয়েন ভাগ্য যেন বদলাচ্ছিল না।

অবশেষে সেই ধারা রাহুলই ভাঙলেন। তবে বাঁ-হাতে। সাধারণত ডানহাতে টস করেন রাহুল। কিন্তু বিশাখাপত্তনমে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি টস করলেন বাঁ-হাতে। শেষবার টসে জিতেছিল ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রথম দুই ওয়ানডে শেষে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে খেলা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD