আইপিএলের নতুন নিয়মে নিলামে আটকে যাবে বিদেশি ক্রিকেটাররা!

আসন্ন আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা যেন তুঙ্গে উঠতে শুরু করেছে। আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসবে খেলোয়াড় বিকিকিনির জমকালো এই অনুষ্ঠান। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি (IPL 2026 auction)।
বিজ্ঞাপন
আসন্ন মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়েই ঝড় উঠতে পারে। কিন্তু যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তার মধ্যে ৪৩ জন বিদেশি।
বিজ্ঞাপন
বিদেশিদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি প্রমুখ। এর মধ্যে অজি ব্যাটার ক্যামেরন গ্রিনকে নিয়ে নিলাম টেবিলে ঝড় উঠার আভাস পাওয়া গেছে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি রয়েছে। ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে।
কিন্তু ১৮ কোটির বেশি দাম উঠবে না তার মতো বিদেশিদের জন্য। কিংবা দাম উঠলেও ১৮ কোটি টাকার বেশি বেতন পাবেন না। আইপিএলের নতুন নিয়ম বলছে, সর্বোচ্চ রিটেনশন মূল্য (১৮ কোটি টাকা) যত টাকা, মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনও বিদেশির দর উঠবে না। যদি মহানিলামে সর্বোচ্চ মূল্য ২০ কোটি টাকাও ওঠে, তাহলেও সীমারেখা হবে ১৮ কোটি টাকা। যদি বেশি টাকা ওঠে, তাহলে অতিরিক্ত টাকা বিসিসিআই প্লেয়ারদের উন্নয়নের খাতে খরচ করবে। উল্লেখ্য, ২০২৩-র মিনি নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি ও প্যাট কামিন্স ২০.৫ কোটি টাকা পেয়েছিলেন।








