Logo

আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে ফিরল গানার্সরা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:০০
2Shares
আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে ফিরল গানার্সরা
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল নিয়ে এই মৌসুমে তীব্র লড়াই চলছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাতের ম্যাচে আর্সেনাল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে ছাপিয়ে পুনরায় টেবিলের শীর্ষে উঠে এসেছে।

এমিরেটস স্টেডিয়ামে খেলা এই ম্যাচে মিকেল আর্তেতার দল দাপুটে ফুটবল উপহার দিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করেছে।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক দেখা যায় আর্সেনালকে। ১৪ মিনিটে বুকায়ো সাকার পাস থেকে মার্টিন ওডেগোর বাহারি শটে জালে বল জড়ান।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্রাইটনের আত্মঘাতী গোলে ব্যবধান দুই গোলে বেড়ে যায়।

দুই গোল পিছিয়ে পড়ে ব্রাইটনও হাল ছাড়েনি। ৬৪ মিনিটে দিয়েগো গোমেস একটি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করে দেন। ৭৬ মিনিটে ইয়ানকুবারের নিশ্চিত শটকে এক হাত দিয়ে রক্ষা করেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া, যা ম্যাচে জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র নিয়ে আর্সেনালের সংগ্রহ ৪২ পয়েন্ট, যা এককভাবে তাদের শীর্ষে স্থাপন করেছে। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৪০ পয়েন্ট, ফলে তারা দ্বিতীয় স্থানে নেমেছে।

গত মৌসুমে ব্রাইটনের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়লেও এবার আর্তেতার শিষ্যরা কোনো সুযোগ ছাড়েনি। প্রিমিয়ার লিগের মাঝপথে এই জয়ের ফলে আর্সেনাল ভক্তদের মনে দীর্ঘদিনের শিরোপার খরা কাটানোর নতুন আশার আলো জাগিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD