Logo

মেসির শেষ বিশ্বকাপের জন্য বিশেষ বুট ‘এল উলতিমো ট্যাঙ্গো’

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:০৬
2Shares
মেসির শেষ বিশ্বকাপের জন্য বিশেষ বুট ‘এল উলতিমো ট্যাঙ্গো’
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খেলবেন, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এই বিশেষ উপলক্ষের জন্য অ্যাডিডাস তৈরি করেছে মেসির নতুন বুট, যার নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, অর্থাৎ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো থেকে অনুপ্রাণিত এই নাম।

বিজ্ঞাপন

৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য তৈরি এই বুট খুবই হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, যা তাকে মাঠে দ্রুত গতিতে দৌড়াতে সাহায্য করবে। বুটটি জুনে আসন্ন বিশ্বকাপের আগে প্রকাশ্যে আসবে।

ডিজাইনের বিবরণে দেখা যাচ্ছে, বুটের উপরের অংশ ধবধবে সাদা, অ্যাডিডাস লোগো, ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের অংশে নীল রঙের ব্যবহার করা হয়েছে। এছাড়া সোনালি রঙের ছোঁয়া আর্জেন্টিনার পতাকার সূর্য ও মেসির বিশ্বচ্যাম্পিয়ন মর্যাদা প্রতিফলিত করছে। সাদা ও নীল রঙের সংমিশ্রণটি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি।

বিজ্ঞাপন

মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়া। দেশটি ১৯৬২ সালের পর প্রথমবার টানা দুটি বিশ্বকাপ জয়ের মিশনে রয়েছে। মেসির লক্ষ্য থাকবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়া, যেখানে ২৬ ম্যাচে ১৩ গোল নিয়ে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। মিরোস্লাভ ক্লোসাকে ছুঁতে তার আরও তিনটি গোল দরকার, আর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যিনি ১২ গোল করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD