বিরাট কোহলিকে টেস্টে ফেরাতে চান ভারতের সাবেক ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আবার নিজের জাত চিনিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। তিন ম্যাচের মধ্যে দুটিতে সেঞ্চুরি করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হন ভারতীয় এই ক্রিকেটার। এরপর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলেও হাঁকান সেঞ্চুরি।
বিজ্ঞাপন
বিরাট কোহলির এমন পারফরম্যান্সের পর আবেগঘন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নভজোত সিং সিধু। সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ঈশ্বর আমাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিলে আমি বলতাম, কোহলিকে টেস্ট অবসর থেকে ফিরিয়ে আনুন। তাকে আবার টেস্ট খেলতে দিন। ১৫০ কোটি মানুষের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তার ফিটনেস ২০ বছরের তরুণদের মতো। সে নিজেই ২৪ ক্যারেট সোনা।’’
চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ১২৩টি টেস্টে ৯ হাজার ২৩০ রান করেন এই ব্যাটার। তার গড় ৪৬.৮৫। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি করেন ৩১টি হাফসেঞ্চুরিও।
বিজ্ঞাপন
কোহলির আগে টেস্ট থেকে অবসর নেন আরেক সাবেক দলপতি রোহিত শর্মাও। দুজনের অবসর ঘোষণায় বড় ধাক্কা খায় ভারতীয় ক্রিকেট। ঠিক তখনই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ছিল দল। রোহিতের অবসরের পর নতুন টেস্ট অধিনায়ক করা হয় তরুণ ব্যাটার শুভমান গিলকে।
আরও পড়ুন: বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা
টেস্ট ছাড়লেও ওয়ানডেতে নিয়মিত খেলে যাচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি, রোহিত ও রবীন্দ্র জাদেজা একসঙ্গে টি-টোয়েন্টি থেকে অবসর নেন।








