সাকিবকে পেছনে ফেললেন আমির, টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৬ রানের জয় পেয়েছে সিলেট টাইটান্স। এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। বল হাতে দুর্দান্ত শুরু করে ম্যাচে একটি মেইডেন ওভার তুলে নিয়ে তিনি গড়েছেন উল্লেখযোগ্য একটি রেকর্ড।
বিজ্ঞাপন
সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বল হাতে আক্রমণে আসেন আমির। নতুন বল তুলে নিয়ে অধিনায়কের আস্থার পূর্ণ প্রতিদান দেন তিনি। তার করা প্রথম ওভারেই কোনো রান তুলতে পারেননি ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারি।\
এই মেইডেনের মধ্য দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের মোট মেইডেন ওভারের সংখ্যা দাঁড়াল ২৮টিতে। এ তালিকায় তার ওপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন, যিনি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৩টি মেইডেন ওভার করেছেন।
বিজ্ঞাপন
এদিনের মেইডেন ওভারের সুবাদে আমির ছাড়িয়ে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ২৭টি মেইডেন ওভার করেছেন। ফলে সর্বাধিক মেইডেন ওভার করা বোলারদের তালিকায় সাকিব এখন তিন নম্বরে অবস্থান করছেন।








