Logo

শান্তর ধারাবাহিক ব্যাটিংয়ে মুগ্ধ হান্নান সরকার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১২:৪৩
6Shares
শান্তর ধারাবাহিক ব্যাটিংয়ে মুগ্ধ হান্নান সরকার
ছবি: সংগৃহীত

চলতি বিপিএলের শুরু থেকেই ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। সর্বশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে ৩০ বলে করেছেন কার্যকর ৪১ রান।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সংস্করণে শান্তর এই ধারাবাহিক উন্নতি নিয়ে কথা বলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার।

হান্নান সরকার মনে করেন, বিপিএল টি-টোয়েন্টির জন্য দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। শান্তের পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করছে বলেও মন্তব্য করেন তিনি।

হান্নান বলেন, “বিপিএলে শান্ত যেভাবে ব্যাট করছে, তাতে নির্বাচকদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। বিশ্বকাপের পরিকল্পনায় তার নাম এলে আমি অবাক হবো না। দল গঠনের সময় শান্ত ছিল আমাদের সরাসরি চুক্তির খেলোয়াড়। টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি তার ভেতরের ক্ষুধাটা দেখেছি—বিশ্বকাপ খেলতে চায়, আর সেই লক্ষ্য সামনে রেখেই সে প্রস্তুতি নিয়েছে।”

বিজ্ঞাপন

জাতীয় দলে থাকার সময় থেকেই শান্তর সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল বলেও জানান হান্নান।

তিনি বলেন, “তার সঙ্গে আমার যোগাযোগটা পরিষ্কার ছিল—দল নিয়ে আমার ভাবনা আর তার ব্যক্তিগত লক্ষ্য দুটোই স্পষ্ট ছিল। এই বোঝাপড়াটা ওকে আত্মবিশ্বাস দিয়েছে। আমি যখন নির্বাচক ছিলাম, তখন শান্ত অধিনায়ক ছিল। অনেক আলোচনা, অনেক মিটিং হয়েছে। ওকে আমি খুব কাছ থেকে চিনি। শান্ত যেভাবে খেললে সবচেয়ে ভালো পারফর্ম করে, সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সেটাই তাকে আজকের জায়গায় এনেছে।”

বিজ্ঞাপন

একাদশে রিপনকে রাখার সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন রাজশাহী কোচ। হান্নান বলেন, “শান্ত আমাদের অধিনায়ক। দল নির্বাচন নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করি। সিদ্ধান্ত সবার সম্মতিতেই হয়। ব্যর্থ হলে দায়টাও সবাই মিলে নিই। যে সিদ্ধান্ত আসে, সেটা ব্যক্তিগত নয়—দলের জন্য যেটা সেরা, সেটাই নেওয়ার চেষ্টা করি।”

রিপনের উন্নতির পেছনের গল্পও তুলে ধরেন হান্নান সরকার। তিনি বলেন, “প্রায় এক বছর আগে টপ-এন্ড টি-টোয়েন্টিতে যখন আমি নির্বাচক ছিলাম, তখনই তার বোলিং চোখে পড়ে। ডিপিএলে আবাহনীতে খেলতে গিয়ে চোটের সমস্যায় পড়েছিল। পরে এইচপি ক্যাম্পে ফিটনেসে কাজ করেছে। তার গতি বেড়েছে, ট্রেইনাররা ভালো কাজ করেছে। আমিও মোটিভেশনের জায়গায় সহযোগিতা করেছি। এখন রিপন নিজেকে একজন আত্মবিশ্বাসী খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD