Logo

ফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

profile picture
ক্রীড়া ডেস্ক
২ জানুয়ারী, ২০২৬, ১৩:১৭
6Shares
ফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

আইপিএলের আসন্ন মৌসুমে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোয় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

উত্তরপ্রদেশ বিধানসভার সাবেক সদস্য সঙ্গীত সোম মিরাটে এক জনসভায় বলেন, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে, তখন আইপিএলের মতো বড় আসরে একজন বাংলাদেশি ক্রিকেটারকে কেনা হচ্ছে—এটি প্রশ্নবিদ্ধ। তাঁর দাবি, শাহরুখ খান ৯ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন, যা তাঁর মতে দেশবিরোধী কাজ।

শাহরুখকে উদ্দেশ করে সঙ্গীত সোম আরও বলেন, এই দেশের মানুষই তাঁকে তারকা বানিয়েছে, এখান থেকেই তিনি বিপুল অর্থ উপার্জন করছেন। অথচ সেই দেশের বিরুদ্ধেই তিনি বিশ্বাসঘাতকতা করছেন। এমনকি আইপিএল শুরু হলে মোস্তাফিজের মতো খেলোয়াড়দের বিমানবন্দর থেকেই আটকে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

বিজ্ঞাপন

সঙ্গীত সোমের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশের বিরোধী দলীয় নেতা মাতা প্রসাদ পান্ডে তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা সুরিন্দর রাজপুতও একে সংকীর্ণ ও বিভাজনমূলক রাজনীতি বলে মন্তব্য করেন।

এনডিটিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় সুরিন্দর রাজপুত বলেন, শাহরুখ খান মুসলিম বলেই তাঁকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণ করা হচ্ছে। বিষয়টি শুধু একজন অভিনেতা বা ক্রিকেটারকে ঘিরে নয়, বরং একটি নির্দিষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

এদিকে বিজেপির সহযোগী দল এবং উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখে তার সমালোচনা করেছেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD