আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

কয়েকদিন ধরেই চলছিল বিতর্ক—বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে পারা নিয়ে। ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করছিল।
বিজ্ঞাপন
সেই চাপের প্রভাবে শনিবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, দেশের মধ্যে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা নাইট রাইডার্সও বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের দল জানিয়েছে, “বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সমস্ত অভ্যন্তরীণ পরামর্শ ও প্রক্রিয়া মেনে তাকে (মুস্তাফিজ) স্কোয়াড থেকে ছাড় দেওয়া হয়েছে।”
এভাবে এবার আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ স্থগিত হলো, যদিও আগে বিসিসিআই জানিয়েছিল ক্রীড়ার সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক বিষয় মিশ্রিত হবে না। বিষয়টি এখন সারা ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন
বিস্তারিত আসছে…







