বাংলাদেশের আপত্তির পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পুনর্বিন্যাসে আইসিসি

নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচি নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংক্রান্ত আপত্তি জানিয়ে চিঠি পাঠানোর পরই আইসিসি এই প্রক্রিয়া শুরু করেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে টুর্নামেন্টের সূচি পুনর্বিবেচনার কাজ এগোচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতিকে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতোই সংবেদনশীল ও জটিল বলে আখ্যা দেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক মনোমালিন্যের সূত্রপাত ঘটে আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের পর। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তবে পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক চাপ ও সংশ্লিষ্ট আপত্তির মুখে কেকেআর তাকে দল থেকে বাদ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশ ক্রিকেট মহলে ক্ষোভ তৈরি হয়।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় বিসিবির পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। বিসিবি চায়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।
বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি থাকায় (৭ ফেব্রুয়ারি) নতুন সূচি চূড়ান্ত করতে গিয়ে আয়োজকদের বড় ধরনের লজিস্টিক ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, ইতোমধ্যে ভেন্যু, টিকিট বিক্রি, সম্প্রচার ও দলগুলোর যাতায়াত সংক্রান্ত প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি
বিজ্ঞাপন
মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল টাইগারদের। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নির্ধারিত ছিল।
এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০ দলের অংশগ্রহণে আয়োজিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের আপত্তির পর সূচি পরিবর্তন নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সে দিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট মহল। এই সিদ্ধান্ত ভবিষ্যতে আয়োজক দেশ, অংশগ্রহণকারী দল এবং ক্রিকেট কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।








