Logo

পান্তের পর দুঃসংবাদ ভারতের জন্য, নিউজিল্যান্ড সিরিজে নেই ওয়াশিংটন সুন্দর

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৩
পান্তের পর দুঃসংবাদ ভারতের জন্য, নিউজিল্যান্ড সিরিজে নেই ওয়াশিংটন সুন্দর
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের কারণে ঋষভ পান্ত ছিটকে যাওয়ার ধাক্কা খেয়েছিল ভারত। প্রথম ম্যাচে জয় পেলেও, সিরিজের মাঝপথেই আবারও চোটজনিত দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে খেলতে পারবেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রথম ম্যাচ চলাকালীনই এই চোটে পড়েন তিনি।

প্রথম ইনিংসে বোলিং করার সময় অস্বস্তি অনুভব করেন সুন্দর। পাঁচ ওভার করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে ব্যাটিংয়ে নামলেও তার দৌড়ানোর মধ্যে স্পষ্ট অস্বস্তি দেখা যায়। হার্ষিত রানার পর আট নম্বরে ব্যাট করতে নামেন সুন্দর।

বিজ্ঞাপন

লোকেশ রাহুলের সঙ্গে ২৭ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। সাত বলে ৭ রান করে অপরাজিত থাকেন সুন্দর। শেষ ওভারে রাহুলের ব্যাট থেকেই আসে দুটি চার ও একটি ছয়, যা ভারতের জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে নিজের মন্তব্যে রাহুল বলেন, “ওয়াশিংটনের দৌড়াতে সমস্যা হচ্ছিল, সেটা আমি তখন বুঝতে পারিনি। জানতাম ওর সামান্য চোট লেগেছে, কিন্তু সেটা যে এতটা গুরুতর, তা বুঝিনি। তবে ও খুব দায়িত্বশীল ব্যাটিং করেছে।”

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এসে হার্ষিত রানা জানান, ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেইন হয়েছে। ব্যাটিংয়ের সময় ও বেশ ব্যথায় ছিল। মেডিকেল টিম ওর অবস্থা পর্যবেক্ষণ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে প্রথম ওয়ানডের আগে নেট অনুশীলনে পেশিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান ঋষভ পান্ত। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। তবে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে কাকে দলে অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে এখনো বিসিসিআই কোনো ঘোষণা দেয়নি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD