বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন শর্ত অযৌক্তিক

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইসিসির পর্যবেক্ষণ বাস্তবতা-বিবর্জিত ও অযৌক্তিক। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের শর্ত মেনে বাংলাদেশের ক্রিকেট সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং এ বিষয়ে তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সৌজন্য সফরে যান আসিফ নজরুল। প্রায় এক ঘণ্টা বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শুরুতেই তিনি বলেন, আপনারা যা শুনতে চান, আমি জানি। ফুটবলে আসলেও ক্রিকেটের বিষয়েই বলবেন! এরপরও অনুরোধ করব ফুটবলের বিষয়টিও বইলেন।
ফুটবল ও বাফুফে সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনার পর নিজেই ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গ তোলেন ক্রীড়া উপদেষ্টা।
বিজ্ঞাপন
তিনি জানান, আইসিসির নিরাপত্তা টিম একটি চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তিনটি পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে। ওই চিঠিতে বলা হয়েছে—মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত থাকেন, বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
আইসিসির এই পর্যবেক্ষণের প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন, আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না কিংবা ক্রিকেটের জন্য নির্বাচন পেছাতে হবে—এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কিছু হতে পারে না।
বিজ্ঞাপন
মুস্তাফিজ ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়—এমন অবস্থান আগেও তিনি জানিয়েছিলেন। আইসিসির নিরাপত্তা টিমের এই পর্যবেক্ষণ সেই অবস্থানকেই আরও জোরালোভাবে প্রমাণ করে। তার মতে, এসব পর্যবেক্ষণ স্পষ্ট করে দেখাচ্ছে যে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার মতো নিরাপদ পরিবেশ নেই।
ভারতের পরিবর্তে অন্য দেশে খেলার সম্ভাবনার বিষয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, পাকিস্তান ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আইসিসির কাছে একই ধরনের দাবি জানিয়েছে। পাশাপাশি, পাকিস্তান বাংলাদেশ ম্যাচের আয়োজক হতে আগ্রহী—এমন খবর তিনি গণমাধ্যমে দেখেছেন বলেও উল্লেখ করেন। তবে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত নন বলে জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।
আইসিসির নিরাপত্তা টিম কবে এবং কাকে ওই চিঠি দিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি আসিফ নজরুল। তবে সাংবাদিকদের অনুরোধে তিনি জানান, সংশ্লিষ্ট চিঠিটি গণমাধ্যমকে দেখানো হবে।








