Logo

ভারতে খেলতে আইসিসির অনুরোধ, নিরাপত্তা শঙ্কায় অনড় বিসিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৭:০৯
ভারতে খেলতে আইসিসির অনুরোধ, নিরাপত্তা শঙ্কায় অনড় বিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। গ্রুপ বা ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি পুনরায় জানায় বিসিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

আলোচনায় বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানায়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে তারা ভারতে ভ্রমণের বিষয়ে তাদের আপত্তির অবস্থান থেকে সরে আসছে না। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি নতুন করে বিবেচনার অনুরোধ জানানো হয়।

তবে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং এই পর্যায়ে বড় ধরনের পরিবর্তন জটিলতা সৃষ্টি করতে পারে। আইসিসি বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা প্রশ্নে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।

আলোচনায় দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞাপন

এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ ভারতের বিশ্বকাপ আয়োজন ঘিরে ঝুঁকি বিশ্লেষণ করে বিসিবিকে একটি চিঠি পাঠায়।

সেই চিঠির তথ্যের বরাতে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, পুরো টুর্নামেন্টের ঝুঁকি মাত্রা ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মাঝারি থেকে উচ্চ’ পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে। এতে ভারতের ভেতরে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য অস্থিরতার বিষয়টিও উঠে আসে।

বিজ্ঞাপন

এছাড়া সম্প্রতি কট্টরপন্থী একটি সংগঠনের প্রতিবাদের প্রেক্ষাপটে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনাও বিসিবির উদ্বেগ বাড়িয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভেন্যু অপরিবর্তিত থাকে, নাকি বিকল্প কোনো সমাধানে পৌঁছায়—সে দিকেই তাকিয়ে আছে ক্রিকেট অঙ্গন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD