Logo

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৭
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে ফিফার বিশ্বকাপের ঐতিহ্যবাহী সোনালি ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানানো হয়। এটি ফিফার ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে চতুর্থবারের মতো আগমন। এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

আগামী ১১ জুন মেক্সিকোতে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গে এই আয়োজনের উত্তাপ ভাগাভাগি করছে ফিফা।

বিজ্ঞাপন

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে প্রদর্শনের জন্য রাখা হয়। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত কোকাকোলার স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র নির্বাচিত অংশগ্রহণকারীরাই ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পান। এজন্য দর্শকদের বৈধ টিকিটের প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকাকোলার নির্ধারিত ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক ছিল।

আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর কিংবা কোনো দেশের পতাকা আনার অনুমতি ছিল না। পাশাপাশি ধারালো বা নিরাপত্তা ঝুঁকিপূর্ণ কোনো বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ স্মৃতির অংশ হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজক ও দর্শকরা। একই সঙ্গে এটি আসন্ন বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD