বিশ্বকাপ ট্রফি দেখে উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া, জানালেন অনুভূতির কথা

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় পাঁচ মাস সময় বাকি থাকলেও, বিশ্বজুড়ে এর উত্তেজনা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই টুর্নামেন্টের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি বিশ্বভ্রমণের ধারাবাহিকতায় ভারত হয়ে ঢাকায় পৌঁছেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি এসে পৌঁছায়। সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানান।
ট্রফি হাতে নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামাল ভূঁইয়া বলেন, তিনি আগে ধারণা করেছিলেন বিশ্বকাপ ট্রফিটি আকারে ছোট হবে, তবে সামনে থেকে দেখে বুঝেছেন এটি অনেক বড় এবং অত্যন্ত আকর্ষণীয়।
বিজ্ঞাপন
এই সফরে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোনালি ট্রফিটি ঢাকার একটি পাঁচতারকা হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়।
এর মাধ্যমে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন ঘটল। এই বিশেষ মুহূর্ত দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ, আবেগ ও বিশ্বকাপের রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








