Logo

ঈদ উপহার পেয়ে আশ্রয়ণ প্রকল্পবাসীদের মুখে হাসি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৩, ১৫:২৯
20Shares
ঈদ উপহার পেয়ে আশ্রয়ণ প্রকল্পবাসীদের মুখে হাসি
ছবি: সংগৃহীত

অসুস্থ থাকায় কিছুদিন আয় রোজগার নেই চিনি-সেমাই কেনার মতো সামর্থ্য ছিল না

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের দেওয়া ঈদ উপহার পেয়ে মহা খুশি ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ৫৭টি পরিবার। উপহার পেয়ে হাসির ঝলকে আলো ছড়িয়েছে আশ্রয়রণ প্রকল্পে।

রবিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব উপহার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ হাই জকী। উপহার সামগ্রীর প্যাকেটে ছিল পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, চিনি, তেল ও কিসমিস।

বিজ্ঞাপন

ঈদ উপহার পাওয়া এক নারী বলেন, অসুস্থ থাকায় কিছুদিন আয় রোজগার নেই। চিনি-সেমাই কেনার মতো সামর্থ্য ছিল না। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইউএনও স্যারের দেওয়া উপহার পেলাম। এই ঈদ উপহার পেয়ে এখন বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারব।

বিজ্ঞাপন

উপহার সামগ্রী বিতরণে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা দ্বীপংকর চন্দ্র উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD