Logo

সরিষাবাড়ীতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ০১:৫৬
26Shares
সরিষাবাড়ীতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
ছবি: সংগৃহীত

বৃষ্টি হলেই কাঁদা মাটির পিচ্ছিল রাস্তা এবং জলাবদ্ধতা শত শত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই

বিজ্ঞাপন

জামালপুরের সরিষাবাড়ীতে চলাচলে দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে রাস্তা সংস্কারের কাজ করছেন এলাকাবাসী। 

গত রবিবার (২৮ মে) থেকে বুধবার (৩১ মে) পর্যন্ত জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বলারদিয়ার মধ্যপাড়া এলাকায় দেখা যায় এমন চিত্র। 

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৩০০ মিটার কাঁচা রাস্তায় চলাচল করেন গ্রামের শত শত লোকজন। শ্রমজীবী মানুষকে যেতে হয় কাজে, ছেলে মেয়েদের যেতে হয় স্কুল কলেজে। বৃষ্টি হলেই কাঁদা মাটির পিচ্ছিল রাস্তা এবং জলাবদ্ধতা। শত শত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।

বিজ্ঞাপন

এলাকাবাসী লিখিত ভাবে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও বরাবর আবেদন এবং মৌখিক ভাবে বেশ কয়েক বার জানানোর পরেও চলাচলের এই কাঁচা রাস্তা টুকু কোন সংস্কার হয়নি। উন্নয়নের জন্য ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে বিশেষ  ও সাধারণ বরাদ্দ আসলেও জনপ্রতিনিধিরা তাদের মন মতো করে বরাদ্দ প্রকল্প তৈরি করে। যার কারণে অবহেলিত রয়েছে এ উপজেলার অনেক গ্রামই। তবে সরকারী উন্নয়ন মূলক সকল বরাদ্দ গুলোর তদন্তের দাবি জানান সচেতন মহল। 

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে জানা যায়, বলারদিয়ার মধ্যপাড়া অলিলের বাড়ি হতে মৃত আব্দুল ছাত্তার মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার কাঁচা রাস্তা বৃষ্টির মৌসুমে চলাচল অনুপযোগী। এই রাস্তার চারপাশে প্রায় ২শতাধিক পরিবার বসবাস করে। এতে প্রায় ২ হাজার নারী-পুরুষের চলাচলের এক মাত্র রাস্তা এটি। স্থানীয় জনপ্রতিনিধিদের এই রাস্তার কথা বার বার জানানো হলেও কোন সংস্কার হয়নি বলে জানান এলাকাবাসী। 

বিজ্ঞাপন

অবশেষে এলাকাবাসী ৩০-৪০ জন ব্যক্তি স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগে এই রাস্তার সংস্কারের কাজ করছেন। আর ১ দিন সময় লাগবে এই রাস্তা মেরামত করতে।

বিজ্ঞাপন

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা আব্দুল বারেক, বেলাল হোসেন, তসের আলী, শুক্কুর মিয়া, খলিল, আব্দুল্লাহ, লিটন, সুজন, আসাদুল সহ অনেকেই বলেন, ‘সত্য বলতে ভোটের কোন মূল্য নেই আমাদের। আমাদের এত কষ্ট হয় এই রাস্তাদিয়ে চলতে বলার সেই ভাষা আর নেই। বর্ষার সময় যেতে পারি না বাহিরে, পা পিছলে পড়তে হয়। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। কোন ভ্যান, রিকশা, মোটরসাইকেল চলতে গেলে উলটে পড়ে যায়। গত ৪-৫ বছর ধরে কমিশনার, মেয়র সবাইকে বলেছি রাস্তাটা করে দেওয়ার জন্য, কিন্তু তারা এদিকে নজরই দেয় না। সবাই আশ্বাস দিয়েছে করে দিবে, কিন্তু দেয়নি করে। এখন বাধ্য হয়ে নিজেরাই মেরামত করছি।

বিজ্ঞাপন

পৌর ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বিপুল বলেন, ‘এই রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েক বার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। পৌরসভার মেয়র সাহেব শুধু আশ্বাস দিয়েছেন করে দিবেন। তবে কবে করে দিবেন সেটা বুঝা যাচ্ছে না। আর এই ওয়ার্ডের কাউন্সিলর ভুলেও কখনোও খোঁজ নেয়নি। এখন আমরা নিজেরাই এই রাস্তা সংস্কার করছি।

এ বিষয়ে পৌর কাউন্সিলর শাজাহান আলী সাধু বলেন, ‘রাস্তারটার বিষয়ে আমি মেয়র মহোদয়কে জানিয়েছি। এখন তারা নিজেরাই কেন কাজ করছেন সেটা আমার জানা নেই।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বরাদ্দ আসলে পৌরসভা থেকে ঐ রাস্তাটি পাকা করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবীর এর বক্তব্য নেওয়ার জন্য বুধবার একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD