Logo

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০৫:২৮
22Shares
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভা
ছবি: সংগৃহীত

প্রতিশ্রুতি দিলেও কোনো সরকারের আমলেই আমরা নিরাপদ নয় আমরা দ্রুত নাদিম হত্যায় জড়িতদের বিচার চাই

বিজ্ঞাপন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮জুন) দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

সভায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, এমএম আলাউদ্দিন, এড. রফিকুল ইসলাম, শাহ আলম সনি, এম এ মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভা শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভা ও মানবন্ধনে নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক নাদিমের হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার করে দেশে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যেনো কোন সাংবাদিক এদেশে হত্যাকাণ্ডের শিকার না হয় সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অতীতে সাংবাদিক হত্যার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বার বার পার পেয়ে যায়। দেশে সাংবাদিকরা সবসময়ই অবহেলিত, সব সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো সরকারের আমলেই আমরা নিরাপদ নয়। আমরা দ্রুত নাদিম হত্যায় জড়িতদের বিচার চাই।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD