Logo

৮ দফা দাবিতে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৩, ০১:০৯
12Shares
৮ দফা দাবিতে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পরিবহন সংকট সমস্যার সমাধান, হোস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে পাবনা মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের দাবি আদায়ের লক্ষে ক্লাস বর্জন করে শহরের আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন ইফতেখার আহমেদ আকাশ, শাহনেওয়াজ শিশির,তাছির আহমেদ, মেহেদী হাসান মিল্টন, সুরাইয়া শারমিন শান্তা,মেহেদী ইকমা উর্বশী প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে সকল শিক্ষার্থীদের মূল ক্যাম্পাস থেকে নিজেদের অর্থায়নে পাবনা জেনারেল হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে তাদের। নিজেস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে বেশ সমস্যার মধ্যে পরতে হচ্ছে। নিজেস্ব পরিবহন বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা হাসপাতালে যেতে পারছে না। এই সকল বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বলার পরেও তারা কোন পদক্ষেপ গ্রহণ না করে সময় ক্ষেপণ করছেন বলে জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD