চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রশিক্ষণসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে এসব তথ্য জানিয়েছেন
বিজ্ঞাপন
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (২৪ শে) জুলাই সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করে চাঁপাই নবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকতা মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানা, আমনুরা ফার্ম ম্যানেজার আমানুল্লাহ খাঁন প্রমুখ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ ২৪ থেকে ৩০ জুলাই মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনব্যাপি মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবী সাতে মতবিনিময় সভা, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ের সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কৃত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও প্রশিক্ষণসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে এসব তথ্য জানিয়েছেন।
জেবি/ আরএইচ/








