Logo

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় ২ যুবকের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৩, ০৩:০৬
হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় ২ যুবকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুসেন আলীর ছেলে সালাউদ্দিন (২৪)।

বিজ্ঞাপন

মা-মেয়েকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদশে দিয়েছেন আদালত।

হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদশে দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. জাহিদুল হক মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন–চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুসেন আলীর ছেলে সালাউদ্দিন (২৪)।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাটের একটি গ্রামে ২০২০ সা‌লে ২ অক্টোবর রাত ৮টার দিকে ঘরে ঢুকে মা–মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান আসামিরা। এ ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ দীর্ঘ তদন্ত করে ২০২২ সালের ২০ জুন আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আসামিদের অনুপ‌স্থি‌তিত এই রায় ঘোষণা করেন বিচারক।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বী অ্যাড‌ভো‌কেট আবুল মনসুর। রায়ে স‌ন্তোষ প্রকাশ ক‌রেছেন তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD