দিনাজপুরে ভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে বাস চাপায় ৪ ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টানা ৮ দিন সূর্যের দেখা নেই দিনাজপুরে
বিজ্ঞাপন
এ তথ্য নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: দিনাজপুরের তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে
বিজ্ঞাপন
ওসি তারিকুল ইসলাম জানান, রানীরবন্দর বাজারে ভ্যানটি যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি একটি বাস ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩ ভ্যানটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








