Logo

শ্রীনগর-আলমপুর খালে অবৈধভাবে ড্রেজার বাণিজ্য, পাইপ লাইনে দুর্ভোগ

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩২
56Shares
শ্রীনগর-আলমপুর খালে অবৈধভাবে ড্রেজার বাণিজ্য, পাইপ লাইনে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

আর খালে এসব ড্রেজারের সাব-স্টেশনসহ মেশিন ভাড়ায় চালিত হচ্ছে

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুর বাজার সংলগ্ন খালে একাধিক ড্রেজার স্থাপন করে চলছে রমরমা ভরাট বাণিজ্য।আর ড্রেজারের দীর্ঘ পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে স্থানীয় বিভিন্ন পাকা সড়ক, বসতবাড়ির রাস্তা ও ফসলি জমির ওপর দিয়ে। যত্রতত্র এসব ড্রেজারের পাইপে সাধারণ মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। 

নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার স্থাপন, কৃষি জমি ও জলাশয় ভরাট করছে একটি সিন্ডিকেট মহল। বাড়ৈখালী এলাকার এরশাদ ও সুমনের নেতৃত্বে ২টি ড্রেজার নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া হাসাড়া এলাকার সাবেক এক জন প্রতিনিধির হয়ে পলাশ নামে এক ব্যক্তি ১টি ড্রেজার নিয়ন্ত্রণ করছেন। আর খালে এসব ড্রেজারের সাব-স্টেশনসহ মেশিন ভাড়ায় চালিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, জিন্নাত আলী নামে এক ব্যক্তির কাছ থেকে ড্রেজার ভাড়া আনা হয়েছে। এর আগে গত ডিসেম্বরের ২১ ও ২২ তারিখে এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উপজেলা ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে কিছুদিন ড্রেজার বন্ধ থাকলেও ক’দিন বাদেই ড্রেজার ফের চালু করা হয়েছে বলে স্থানীয়রা জানান। সরেজমিনে গিয়েও সতত্য পাওয়া গেছে।

দেখা গেছে, আলমপুর বাজার সংলগ্ন খালে সেতুর উত্তর দিকে ২টি ও দক্ষিণ দিকে ১টি ড্রেজার বহাল তবিয়তে রয়েছে। শ্রমিকরা ড্রেজারের মাধ্যমে বাল্কহেড থেকে বালু আনলোড করছেন। এলাকাবাসী জানান, শ্রীনগর-আলমপুর খালটির সাথে বির্স্তীণ আড়িয়ল বিল ও মদনখালী খালে সংযোগ থাকায় এদিকে প্রতিনিয়ত কৃষি পণ্যবাহী অসংখ্য নৌকা-ট্রালার চলাচল করে। অথচ শুষ্ক মৌসুমে খালে পানি কম থাকায় খালটির প্রস্থ কমে গেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মধ্যে খালের বিভিন্ন পয়েন্টে বালুবাহী বাল্কহেডের অবাদ চলাচলের ফলে স্থানীয় কৃষকদের কৃষি পণ্যবাহী নৌযানগুলো চলা ফেরায় ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আলমপুর গ্রামের স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের ওপর দিয়ে ড্রেজারের মোটা পাইপের লাইন টানা হয়েছে। এতে এতদিকে প্রধান সড়কটিতে যানবাহন চলাচলে যেমন ঝুঁকি বাড়ছে। 

অপরদিকে সড়কের পাশে বসতবাড়িতে প্রবেশের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে লোহার মোটা পাইপ ডিঙ্গে মানুষের চলা ফেরা করতে হচ্ছে। প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা কারও কথা শোনছেন না। বাধ্য হয়েই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে জানান ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ীদের সাথে এ ব্যাপারে জানতে চাইলে ড্রেজার সংক্রান্ত বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। শ্রীনগর উপজেলা সহকারী (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD