Logo

ঈদযাত্রায় সড়কে ঝরল ৩ প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৪, ২৩:৪১
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩ প্রাণ
ছবি: সংগৃহীত

শ্রমিক নেতারা ভাড়া করা একটি গাড়ি নিয়ে নওগাঁ যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল

বিজ্ঞাপন

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এরুলিয়া নামক স্থানে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিক নেতারা ভাড়া করা একটি গাড়ি নিয়ে নওগাঁ যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় অরুরিলা পৌঁছালে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি বলেন, “নিহতরা তিন জন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২)।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ জনের মৃত্যু

বিজ্ঞাপন

নিহতদের লাশ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD