Logo

পিরোজপুরে শীতার্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১০ জানুয়ারি, ২০২৬, ১৫:৫০
পিরোজপুরে শীতার্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী
ছবি: প্রতিনিধি

শীতের তীব্রতা থেকে অসহায় ও ছিন্নমূল মানুষকে স্বস্তি দিতে পিরোজপুরে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় এ মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়।

রাণীপুর, পিটিআই, সি-অফিস, হাসপাতাল রোড ও শহীদ মিনারসহ শহরের একাধিক স্থানে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারি আল-আমিন শেখ, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম।

বিজ্ঞাপন

এ ছাড়া ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খান, যুবনেতা নয়ন, রেদওয়ানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করা সামাজিক দায়িত্বের অংশ।

জামায়াতে ইসলামী নিয়মিতভাবেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD