Logo

বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৪, ০২:৪৮
74Shares
বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২
ছবি: সংগৃহীত

অন্তত ২০ জনের মতো আহত হয়েছেন

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের লণ্ডভণ্ড হয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভয়াবহ ঝড়ের প্রভাবে গাছ চাপায় একজনের এবং বজ্রপাতে আর একজনের মৃত্যু হয়েছে। অন্তত ২০ জনের মতো আহত হয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে প্রায় ৪০ মিনিট কালবৈশাখী তান্ডব চালায় এই উপজেলায় ৷এসময় দাশপাড়া ইউনিয়নের চরালকী গ্রামে গাছের নিচে পড়ে মৃত্যু হয় সাফিয়া বেগম (৯৮) এবং নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় রাতুল (১৩) নামে এক কিশোরের। এছাড়ায় ভাঙা ডালের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে একই সময় বজ্রপাতে দুটি গরু মারা যায়। কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অপু এ তথ্য নিশ্চিত করেন। গরু দুটির আনুমানিক বাজার মূল্য ৩২৫০০০/- টাকা।

এদিকে, আহতদের মধ্য অনেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পুরো উপজেলা বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই কালবৈশাখী ঝড়ে কয়েক হাজার গাছপালা ভেঙে পড়েছে এবং প্রায় অর্ধশত ঘর-বাড়ির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD