Logo

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উদযাপন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ০২:১০
105Shares
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লতিফা জামাল চৌধুরী প্রমুখ

বিজ্ঞাপন

পৃথিবীর মধুরতম ডাক হচ্ছে "মা"। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ-মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা, ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয় স্থল মা নামের এই মমতাময়ী নারীর আঁচল। 

 

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় "বিশ্ব মা দিবস"।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির।

লাবনী অধিকারীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানি, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লতিফা জামাল চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রুহুল আমিন শেখ, গোপালগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব কে এম শফিকুর রহমান, বিটিভির গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস, এশিয়ান টিভির গোপালগঞ্জ প্রতিনিধি ইমরুল কায়েস সবুজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মামুনুর রহমান শিকদার জুয়েল, ফাল্গুনী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি মনির মোল্লা, প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য কাজী সেলিম নয়ন সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আমন্ত্রিত অতিথিগণ বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে প্রশিক্ষনার্থী লাবনী আক্তার, চম্পা খাতুন ও রিয়ার হাতে সেলাই মেশিন তুলে দেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD