গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

পরবর্তীতে দ্রুত সময়ের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে দ্রুত সময়ের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
এমএল/