Logo

টানা তিনবার উপজেলা চেয়ারম্যান হলেন মান্নান খান

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৪, ২২:৪৭
65Shares
টানা তিনবার উপজেলা চেয়ারম্যান হলেন মান্নান খান
ছবি: সংগৃহীত

(আনারস) প্রতীকে ৬০৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে টানা তিনবারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। (আনারস) প্রতীকে ৬০৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (মোটরসাইকেল) প্রতীকের সাবেক সংসদ সদস্যসের ছেলে গোলাম মুর্শেদ পিটার তিনি ৪২২৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২মে) রাতে কুষ্টিয়া জেলা রির্টানিং কর্মকর্তা আবু আনছার এই ফলাফল ঘোষণা করেন। এর মধ্যে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন (টিউবওয়েল) ২৬৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াদুল ইসলাম (চশমা) ২৫২৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মৌসুমি আক্তার (ফুটবল) ৩৫১৮১ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিনা আক্তার মিনা (পদ্মফুল) ৩২৫৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়েছেন দুইজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন পাঁচজন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১০০টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD