পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ জুন

সিনিয়ির সাংবাদিক মো. কামরুল ইসলাম কামু, প্রমূখ উপস্থিত ছিলেন
বিজ্ঞাপন
পঞ্চগড়ে আগামী ১০ জুন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে।
মঙ্গলবার (২৮ মে) পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে মুল কমিটির সভা বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আনোয়ার সাদত সম্রাট, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মো. আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামিল চৌধুরী ডলার, মূল কমিটির সদস্য সিনিয়ির সাংবাদিক মো. কামরুল ইসলাম কামু, প্রমূখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাংলাবান্ধায় পুলিশ পরিচয়ে যুবক অপহরণ
সভায় সিদ্ধান্ত হয় ১০ জুন প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। চারদিন বিরতিহীন ভাবে খেলা চলবে এবং ২০ ও ২১ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। পরবর্তীতে ২৮ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে এ বছরের জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট খেলা শেষ হবে। এ খেলায় মোট ৮ টি দল অংশ নিবে।
বিজ্ঞাপন
এমএল/
বিজ্ঞাপন