Logo

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৪, ০৬:১৪
54Shares
গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন
ছবি: সংগৃহীত

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

গোপালগঞ্জের ভূমি সেবা সপ্তাহ -২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘সুশাসন’ চত্বরে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এ অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ ফারহানা জাহান উপমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম। 

বিজ্ঞাপন

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলায় ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’- প্রতিপাদ্যে জনসচেতনতা মূলক সভা, কুইজ প্রতিযোগিতা, অনলাইন ভূমি সেবা প্রদান, ই- নামজারি আবেদন গ্রহণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং মিসকেস মামলার শুনানি গ্রহণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভূমি সেবা সপ্তাহ আগামী ১৪ জুনে সমাপ্ত হওয়ার কথা রয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়ও নানা আয়োজনের মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD