বাগেরহাটে সরকারী হাসপাতালের নারী স্টাফকে মারধর করলেন যুবলীগ নেতা

এ ঘটনায় হাসপাতালে ছুটে যান পুলিশও
বিজ্ঞাপন
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্টাফকে মারধর করেছেন স্থানীয় এক যুবলীগ কর্মী। যুবলীগ কর্মী হাসিব আমিন (৩৫) মোংলা পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতির আপন শ্যালক। শ্যালক হাসিব ওই নারী স্টাফকে মারপিটের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কবির হোসেন নিজেও। সরকারী হাসপাতালের স্টাফকে মারপিটের খবরে হাসপাতালে ব্যাপক মানুষের উপস্থিতি ঘটে। এ ঘটনায় হাসপাতালে ছুটে যান পুলিশও।
সোমবার (২৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া সাবিনা সুলতানা (২৮) জানান, পৌর কাউন্সিলর কবির হোসেন বেশ কয়েকজন লোক সাথে নিয়ে রবিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন। ওই সময়টাতে মুলত হাসপাতালের রোগীদের ওষুধ সরবরাহের সময়। এ কথা বলতেই কাউন্সিলর কবির হোসেনের শ্যালক হাসিব আমিনসহ সাথের অন্যান্যরা আমার উপর চড়াও হন। পরবর্তীতে হাসিব আমাকে বেধড়ক মারপিট করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাগেরহাটে সড়কে বাস উল্টে নিহত ২, আহত ২৫
বিজ্ঞাপন
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীনও ছুটে আসেন, আসে পুলিশও। এছাড়াও হাসিবের পক্ষ নিয়ে আওয়ামী ও যুবলীগের নেতৃবৃন্দরা আসেন। এনিয়ে পরে হাসপাতালে চরম বাকবিতন্ডাও হয়। পরে তারা আমাকে সরি বলে চলে যান।
সাবিনা বলেন, আমি এমন 'সরি' মানিনা। হাসিব আমাকে যাওয়ার সময় পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যান। আমি মামলা করবো, সরি'র মত বিচার আমি মানিনা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দীন বলেন, আমি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনের সাথে কথা বলে বিষয়টি দেখছি।
এমএল/








