Logo

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ২১:৫৯
50Shares
মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনসহ বিএনপি’র ৫১ নেতাকর্মীকে জামিন

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনসহ বিএনপি’র ৫১ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।

 মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১ টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জন্য আদালতে জামিনের আবেদন জমা দেন আইনজীবীরা। দুপুর দেড়টা পর্যন্ত ৫১ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার সাতটি থানায় বিভিন্ন নাশকতার মামলার কারাগারে আটক থাকা বিএনপি’র নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুইজন বিচারক জেলার সকল উপজেলার বিএনপি নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন। আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম থাকায় এসব মামলা গুলো শুরু থেকেই শুনানি গ্রহণ করেন আদালত।

শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম। এছাড়াও গজারিয়া থানা, টঙ্গীবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।

বিজ্ঞাপন

জামিন মঞ্জুর হওয়া ৫১ জন আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার ৪ মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার ৪ মামলায় ৭জন, শ্রীনগর থানার ১ মামলায় ৮জন, টঙ্গীবাড়ী থানার ১ মামলায় ১১ জন, গজারিয়া থানার ১ মামলায় ৪জন, লৌহজং থানার ১ মামলায় ৩জন ও পদ্মা সেতু উত্তর থানার ১ মামলায় ১জন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে দুপুর দেড়টায় মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, এ পর্যন্ত জেলার ১৩ টি মামলায় ৫১ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে আরো আসামির জামিনের আবেদন জমা হতে পারে। আবেদন দেওয়া হলে বিচারক আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন শুনানি গ্রহণ করবে। এতে জামিন হওয়া আসামির সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম ছিল। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সাথে সাথেই মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছে। যাচাই বাছাই করে খুব দ্রুত ভাবেই কারাগার থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন