লক্ষ্মীপুরে ফিরিয়ে দিয়েছে লুট হওয়া অস্ত্র-গুলি

রামগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করা অস্ত্র-গুলি ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করা অস্ত্র-গুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুটি শর্টগান, একটি রাইফেল ও একটি পিস্তলসহ প্রায় ২০০ রাউন্ড গুলি ফেরত দেওয়া হয়। এ ছাড়াও রায়পুরে একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেলসহ ৭৮ রাউন্ড গুলি দুজন ব্যক্তি ফেরত দিয়ে গেছে বলে জানা যায়।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রামগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান এবং রায়পুর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা রামগঞ্জ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় তারা। থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। একইদিন রায়পুর থানাতেও অগ্নিসংযোগ ও অস্ত্র-গুলি লুটের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এদিকে পুলিশ কর্মস্থলে না থাকায় থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এতে থানায় কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।
রামগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, শুক্রবার (৯ আগস্ট) সকালে থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবারও একটি অস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ এখনো থানায় দায়িত্ব নেয়নি। আনসার ভিডিপি সদস্যরা থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালাচ্ছি। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত দুটি শর্টগান, একটি রাইফেল, একটি পিস্তল, এবং রাইফেলের দুটি মাথাসহ ও প্রায় ২০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় এখনো আমাদের (পুলিশ) সবাই এসে পৌঁছায়নি। কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কিংবা কতটি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন