Logo

চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ০২:৪৭
81Shares
চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

দেশে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন প্রেক্ষিতে সোমবার (৫ আগস্ট) পরবর্তী সময়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক, মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এফ,এস মাসুদ রানা'র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ২৫ টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা, ৩৭ টি মোবাইল ফোন, ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২ টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প, ৯ বীর বগুড়া সেনানিবাসের নিকট হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল জনাব-শান্তনু রাজ চৌধুরী, লেফটেন্যান্ট জনাব-সাজিদ, লেফটেন্যান্ট জনাব-সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম, মাহমুদ সুলতান, দলপতি বায়রন আলী।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD