Logo

ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে সহায়তা-সমবেদনা বগুড়া জেলা বিএনপির

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ০৪:২৮
45Shares
ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে সহায়তা-সমবেদনা বগুড়া জেলা বিএনপির
ছবি: সংগৃহীত

গভীর সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা ও সমবেদনা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। 

শনিবার (১০ আগষ্ট) সকালে বিএনপি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বগুড়া সদরের চক আকাশ তাঁরা গ্রামের কমর উদ্দিন খান বাঙ্গির বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, প্রমুখ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD