Logo

চুয়াডাঙ্গায় সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিল সমাবেশ

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ০৫:৪৭
52Shares
চুয়াডাঙ্গায় সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিল সমাবেশ
ছবি: সংগৃহীত

মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রুপ নেয়

বিজ্ঞাপন

সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মালম্বীরা।

রবিবার (১১ আগষ্ট) বিকেলে শহরের বড়বাজার দূর্গা মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রুপ নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে বক্তার বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। সহিংসতা চালানো হয় সনাতনীদের ওপর। কিন্তু কেউ কোন দায় নিচ্ছে না। নিরাপত্তাও দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে।

তারা আরও বলেন, অন্যান্য জায়গার তুলনায় চুয়াডাঙ্গা অনেক শান্তিপূর্ণ ছিল। এখনও সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এজন্য তারা অন্যান্য দলগুলো এবং সাধারন মানুষকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন, হেমন্ত কুমার সিংহ রায়, কিশোর কুমার আগরওয়ালা, বাবুলাল দুবে, বিউটি রানী কুন্ডু, জয়ন্ত কুমার সিংহ রায়, হীরালাল দুবে প্রমুখ।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

চুয়াডাঙ্গায় সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিল সমাবেশ