Logo

কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে দুই প্রসূতির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৪, ০২:৪৮
55Shares
কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে দুই প্রসূতির মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু হয়েছে

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু হয়েছে। 

রবিবার (১৮ আগস্ট)  ও বৃহস্পতিবার  (২২ আগস্ট)  সিজারিয়ান অপারেশনে দুই প্রসূতির মৃত্যু হয়। শুক্রবার ( ২৩ আগস্ট) মরদেহ নিয়ে মৃতের  স্বজনরা নোভা ক্লিনিক মালিকের বিচারের দাবী করেন। ক্লিনিকের মালিক বদরউদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, চলতি মাসের ১৫ তারিখে নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর  গ্রামের  রাশিদুলের মেয়ে মর্জিনার দ্বিতীয় সন্তান সিজারিয়ান অপারেশনের জন্য  নোভা ক্লিনিকে গেলে অপারেশনের সময় প্রসূতির মুত্রনালী কেটে ফেলে ডাক্তার। পরবর্তীতে রোগীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রসূতি মারা যান। 

এবং ২২ তারিখে একইভাবে যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনের ভুল অপারেশন করা হলে মারা যান। রোগীর স্বজনরা ক্লিনিক মালিক বদরউদ্দিনের বিচার দাবী করেছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ড. মো. আকুল উদ্দিন জানান, ভুল অপারেশনে রোগীর মৃত্যুর খবর পাওয়ায় নোভা ক্লিনিকে তদন্তে এসে বেশকিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগাল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আমিরুল আরাফাত জানান, নোভা ক্লিনিকের ভূল অপারেশনে ৫ দিনের ব্যাবধানে যে দুই প্রসূতির মৃত্যু হয়েছে তারই প্রেক্ষিতে ক্লিনিকটি পরিদর্শন করে তাদের বেশকিছু  ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD