Logo

কুষ্টিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৪, ২২:১০
50Shares
কুষ্টিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর জগনাথপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ভস্মীভূত

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীর জগনাথপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। 

 

বিজ্ঞাপন

বুধবার (২১শে আগষ্ট) বিকেলে  জোতপাড়া গ্রামের মৃত লকাই শেখের ছেলে ইসমাইল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে । ইসমাইল শেখের স্যালক মো. মোতাহার প্রামাণিক জানান, সকালে তার দুলাভাই ভিক্ষার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। 

এসময় তার মা তার দুলাভাইয়ের বাড়ীতে ছিলো। বেলা ৩ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা দেখে তার মা রুম থেকে বাইরে এসে চিৎকার করে লোকজন জরো করে। মুহূর্তের মধ্যেই আগুন সমস্ত ঘরে লেগে যায়। স্থানীয়রা জাড়ো হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে কল করেন কিন্তু কল রিসিভ হয় না। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইসমাইল শেখের জমানো কষ্টে অর্জিত নগদ ৫০ হাজার টাকা, তার মেয়েদের সোনার গহনা, আসবাবপত্র,বসতবাড়ি আগুনে পুড়ে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD