কুষ্টিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ছাই


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪


কুষ্টিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর জগনাথপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভিক্ষুকের বসতবাড়ী পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। 

 

আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও হানিফকে প্রধান আসামী করে কুষ্টিয়ায় ২০১জনের নামে হত্যা মামলা


বুধবার (২১শে আগষ্ট) বিকেলে  জোতপাড়া গ্রামের মৃত লকাই শেখের ছেলে ইসমাইল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে । ইসমাইল শেখের স্যালক মো. মোতাহার প্রামাণিক জানান, সকালে তার দুলাভাই ভিক্ষার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। 

এসময় তার মা তার দুলাভাইয়ের বাড়ীতে ছিলো। বেলা ৩ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা দেখে তার মা রুম থেকে বাইরে এসে চিৎকার করে লোকজন জরো করে। মুহূর্তের মধ্যেই আগুন সমস্ত ঘরে লেগে যায়। স্থানীয়রা জাড়ো হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে কল করেন কিন্তু কল রিসিভ হয় না। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।


আরও পড়ুন: কুষ্টিয়ায় অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে শুরু হলো মডেল থানার কার্যক্রম


তিনি আরও জানান, ইসমাইল শেখের জমানো কষ্টে অর্জিত নগদ ৫০ হাজার টাকা, তার মেয়েদের সোনার গহনা, আসবাবপত্র,বসতবাড়ি আগুনে পুড়ে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এসডি/