Logo

কুড়িগ্রামে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে শিক্ষার্থীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০৩:১৮
54Shares
কুড়িগ্রামে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিবেন বলে জানান ওই শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছা. রোখসানা বেগমের পদ ত্যাগের দাবিতে টানা আন্দোলন করেছে শিক্ষার্থীরা। পদ ত্যাগ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন করবেন বলে জানিয়েছে তারা। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কের যানচলাচল। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনে শিক্ষার্থী মোছা. বুসরা বেনজির সিদ্দিক আয়াত বলেন, টানা ১৫ বছর ধরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে দুর্নীতির আতুড় ঘর বানিয়েছেন প্রধান শিক্ষক মোছা. রোখসানা পারভীন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক দূর্নীতি, ভর্তি বানিজ্য, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে স্বামীর জন্য প্রমোদখানাসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন তিনি। তাই রোখসানা পারভীনের শুধু বদলী নয় চাকুরী চ্যুত করা না পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিবেন বলে জানান ওই শিক্ষার্থীরা।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD