গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আঙিনায় ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন
বিজ্ঞাপন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ডৌবাড়ী ইউনিয়নের ছাত্র-জনতা।
বিজ্ঞাপন
রবিবার (১সেপ্টম্বর) বিকালে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আঙিনায় ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ সময় বক্তব্য রাখেন- ছাত্রনেতা লিটন আহমদ, মাসরুর আহমদ ও মান্না আহমদ। মানববন্ধনে বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। তারা বলেন, আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কিভাবে পদত্যাগ করাতে হবে সেটি আমাদের জানা আছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
এসডি/








