Logo

শহীদদের স্মরণে পাবনার চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচি পালন

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৩
41Shares
শহীদদের স্মরণে পাবনার চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচি পালন
ছবি: সংগৃহীত

আরিয়ান ইমরান, সাজেদুর রহমান সেজান, সাব্বির রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূ্র্ন হওয়ায় শহীদদের স্বরণে পাবনার চাটমোহরে শহিদী মার্চ কর্মসুচি পালন করা হয়েছে। 

ছাত্র গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে চাটমোহর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা গেটে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি। এ সময় বক্তব্য দেন ফয়সাল কবির, শেখ জাবের আল শিহাব, ওয়াহিদীল সরকার, আরিয়ান ইমরান, সাজেদুর রহমান সেজান, সাব্বির রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD