সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়লো

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে
বিজ্ঞাপন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় তৃতীয় দফায় বাড়ানো হয়েছে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বলা হয়, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আবারও সাজেক ভ্রমণের নিরুৎসাহিত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।”
বিজ্ঞাপন
পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার জের ধরে চলা ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েন। এসব পরিস্থিতি বিবেচনায় প্রশাসন তৃতীয় দফায় নিষেধাজ্ঞা দিলো।
বিজ্ঞাপন
জেবি/এসবি








