মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে
বিজ্ঞাপন
কুষ্টিয়া আদালত চত্বরে সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলার ছয় বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সাংবাদিক মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদম মাহবুব উল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ এজাহারনামীয় ৪৭ জন সহ আরো অজ্ঞাত প্রায় ২০ জনকে আসামী করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সাংবাদিক মাহমুদুর রহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। এরপর বেলা সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। তারপর বেলা ২ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবে আসেন এবং সেখানে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। পরে বেলা তিনটার সময় কুষ্টিয়া সার্কিট হাউজে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। তারপর বিকাল ৪ টার সময় বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে যান।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আমার দৈনিক দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুলাই আমার উপর যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করবো ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনবে সরকার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই সাংবাদিক মাহমুদূর রহমান কুষ্টিয়া আদালতে শেখ হাসিনা ও সায়েমা ওয়াজেদ পুতুলকে কুটুক্তি করা মামলায় হাজিরা দিতে এলে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
এমএল/