Logo

সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০৬:১৭
34Shares
সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল
ছবি: সংগৃহীত

অন্যতায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়

বিজ্ঞাপন

দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগের মতো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল করেছে দ্বীপের মানুষ। একই সময় সম্প্রতি সেন্টমার্টিন নিয়ে গৃহিত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

বুধবার (২৩ অক্টোবর) বিকাল সেন্টমার্টিন বাজারে ব্যবস্যায়ীদের উদ্যেগে বিশাল আয়োজিত গণমিছিলে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সৈয়দ আলম, স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন, আবদুর রহমান মেম্বার, আলী হায়দার, মাষ্টার আয়াতুল্লাহ খোমেনি, মাষ্টার মাহবুব আলম, মাষ্টার আয়াজ, জিয়াউল হক জিয়া, ইসহাক চৌধুরী, এম এ তাহের শাহীন প্রমুখ।

গণমিছিলে বক্তারা বলেন, দ্বীপের পরিবেশের জন্য মায়া রাখতে হলে দ্বীপে বসবাসরত মানুষ জীবিত রাখতে দ্বীপকে আগের মতো পর্যটক উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌ যান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন। এছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও, কেউ রাতে থাকতে পারবেন না। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচ্ছন্নতার কাজ কাজ চলায়, সেসময় কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD