Logo

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৪, ০৫:০৫
32Shares
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামে এক যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া তৈয়ব ওই এলাকার সাহাব মিয়ার কনিষ্ঠ ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

বিজ্ঞাপন

তৈয়বের বড় ভাই মিলন বলেন, রবিবার সকালের দিকে বসতভিটা লাগোয়া ইটের তৈরি নির্মিত দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তার মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লীবিদ্যুৎ লাইনের তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, সে ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD