Logo

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার লুট

profile picture
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৪, ২৩:২০
21Shares
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার লুট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার লুট

বিজ্ঞাপন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জের কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে এ ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ১৪-১৫ জনের ডাকাত দল ট্রাক নিয়ে এসে নিরাপত্তারক্ষীসহ লাইনম্যানদের বেঁধে রেখে বৈদ্যুতিক ট্রান্সফর্মার লুট করে নিয়ে যায়। এসময় সকলের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা।

কিল্লারপুল বিদ্যুৎ অফিসের দুই নির্বাহী প্রকৌশলী নাইম ও মনিরুজ্জামান জানান, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যান মিলিয়ে ১৪ জন দায়িত্বে ছিলেন। অফিসের সীমানা প্রাচীর টপকে প্রথমে কয়েকজন ও পরে বাকি ডাকাতরা ভিতরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও সকলের মোবাইল নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে যাবার সময় একটি মোবাইল ফেলে যায়। পরে ট্রাকে করে একটি ট্রান্সফর্মার ও তামার লুপ নিয়ে যায় ডাকাতরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ডাকাতির খবর ঘটনাস্থলে ছুটে আসেন এসপি, সার্কেল এএসপি, সদর মডেল থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করবো। এখানে একটি পুরাতন ট্রান্সফর্মার নিয়ে গেছে। কেউ হতাহত নেই।   ডাকাতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনার সংবাদ পেয়ে ডিপিডিসির প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ডিপিডিসি একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD