টেকনাফে বসত-বাড়ি থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ‘বসত ঘরের শয়নকক্ষ’ থেকে এক লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
কক্সবাজারের টেকনাফে ‘বসত ঘরের শয়নকক্ষ’ থেকে এক লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিফাত তাসনিম। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সিফাত তাসনিম বলেন, সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সংস্থাটির একটি দল সন্দেহজনক বসত ঘরটিতে অভিযান চালায়। এতে অভিযানের টের পেয়ে গৃহকর্তা কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
‘পরে পাঁচ কক্ষ বিশিষ্ট বসত ঘরটির একটি শয়নকক্ষে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ট্রাভেল ব্যাগটি খুলে পাওয়া যায় স্কচটেপ ও টিস্যু পেপার মোড়ানো ২০০ টি প্যাকেট ১ লাখ ১০ হাজার ইয়াবা।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া গৃহকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসডি/








